খেলাধুলা

কোহলির পাশে বসার অপেক্ষায় শ্রেয়াস

আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বলতম নক্ষত্র বিরাট কোহলি। তিন ফরমেটের ক্রিকেটেই পঞ্চাশোর্ধ্ব গড় নিয়ে খেলা একমাত্র ব্যাটসম্যানও তিনি। সেই তুলনায় ভারতের মুম্বাই প্রদেশের তরুণ ক্রিকেটার শ্রেয়াস আয়ার সবেমাত্র শিক্ষানবিশ। তবে এই শিক্ষানবিশের সামনেই এখন হাতছানি দিচ্ছে কোহলির পাশে বসার সুযোগ।

Advertisement

আইপিএল ইতিহাসে একটানা ৫টি ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড রয়েছে ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগের। ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে এই কীর্তি গড়েছিলেন শেবাগ। এরপরের স্থানেই আছেন টানা ৪ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলা কোহলি।

২০১৬ সালের কাটানো স্বপ্নিল মৌসুমে ২টি সেঞ্চুরিসহ টানা ৪ ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন ভারতের বর্তমান অধিনায়ক। তার এই রেকর্ডের সামনেই দাঁড়িয়ে সদ্যই দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়কত্ব পাওয়া তরুণ শ্রেয়াস আয়ার।

অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচেই ৯৩ রানের টর্নেডো ইনিংস খেলেন শ্রেয়াস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র ৪০ বলে ৩টি চার এবং ১০টি ছক্কার মারে অপরাজিত ৯৩ রান করেন তিনি। এর আগের দুই ম্যাচেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে যথাক্রমে ৫২ এবং ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।

Advertisement

সোমবার নিজের অধিনায়কত্বের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নামছেন শ্রেয়াস। ধোনি-রায়নাদের বিপক্ষে আরেকটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেললেই শ্রেয়াস ছুঁয়ে ফেলবেন কোহলিকে, অপেক্ষায় থাকবেন শেবাগের পাশে বসার। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

এসএএস/আইএইচএস/আরআইপি