শিরোপা জয়ে বার্সার সমীকরণটা ছিল খুব সহজ। জিতলে তো কথাই নেই, ২৫তম শিরোপা নিজেদের করে নিতে দরকার ছিল ১ পয়েন্টের। কিন্তু মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে লা করুনাকে ৪-২ গোলে হারিয়ে লিগে কোন ম্যাচ না হেরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। শেষ চার বছরে এটি তাদের তৃতীয় এবং শেষ দশ বছরে ৭ম লা লিগা শিরোপা।
Advertisement
এদিকে শিরোপা জয়ের পর লা লিগাকেই সবচেয়ে কঠিন লিগ বলে উল্লেখ করেছেন বার্সেলোনা কোচ ভালভার্দে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার কাছে লা লিগাই সেরা কারণ কোপা দেল রে এবং অন্য প্রতিযোগিতায নকআউট পর্বের, একদিন খারাপ গেলেও অন্যদিন বের হবার সুযোগ থাকে। কিন্তু এখানে আপনাকে সামঞ্জস্য ধরে রাখতে হবে।’
শুরুতে দুই গোলে এগিয়ে থাকলেও দুই গোল করে সমতায় ফিরেছিল লা করুনা। তবে শেষ পর্যন্ত মেসির হ্যাটট্রিকে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। জয়ের পর ভালভার্দে বলেন, ‘যখন আপনি পুরো মৌসুমে কোন কিছুর পেছনে ছুটবেন, তারপর বলবেন শেষ পর্যন্ত শেষ হল। লা লিগা খুবই দীর্ঘ, আপনাকে গ্রীষ্মের মধ্য দিয়ে যেতে হবে, একটি নিষ্ঠুর শীতকালের মধ্য দিয়েও যেতে হবে। আমরা শুরু থেকেই শুরু করতে চেয়েছি এবং আমরা একটি ফাঁক তৈরি করার জন্য ভাল কাজ করেছি এবং আমি মনে করি আমরাই সেরা।’
অলিম্পিকাসের হয়ে তিনবার গ্রিসের লিগ জিতলেও স্পেনে এটাই প্রথম ভালভার্দের। তাই শিরোপাটাও একটু স্পেশাল তার জন্য। এ নিয়ে তিনি বলেন, ‘স্পেনে এটাই আমার প্রথম শিরোপা, গ্রিসে তিনটি জিতেছিলাম। শিরোপা জয়ে আমরা খুশি। শিধু শিরোপা জয়েই নয় এখন পর্যন্ত অপরাজিত থাকতে পেরেও ভালো লাগছে। আমার জন্য ডাবল শিরোপা জয় (লা লিগা ও কোপা দেল রে) কঠিন ছিল, তবে আমরা পেরেছি।’
Advertisement
শেষ পর্যন্ত অপরাজিত থেকে লিগ শেষ করার লক্ষ্য নিয়ে আগামী রোববার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে তার দল।
এমআর/জেআইএম