মহাভারতের যুগে ইন্টারনেটের অস্তিত্ব, সিভিল সার্ভিসে সিভিল ইঞ্জিনিয়ারদের যোগদান তত্ত্ব, বিশ্বসুন্দরী তত্ত্ব, সরকারি চাকরির প্রতি যুবসম্প্রদায়ের আগ্রহ সম্পর্কে তার নিজস্ব মতামত— একের পর এক বিষয়ে বেফাঁস কথা বেরিয়ে এসেছে ত্রিপুরা নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মুখ থেকে। আর এরই জের ধরে তাকে তলব করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement
বিজেপির জ্যেষ্ঠ একজন নেতা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, আগামী ২ মে প্রধানমন্তী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহের সামনে হাজির হতে হবে বিপ্লবকে।
গতমাসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে বেফাঁস মন্তব্য করে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
আরও পড়ুন : শেখ হাসিনাকে ফোন, সহযোগিতা চান বিপ্লব দেব
Advertisement
সর্বশেষ রাজ্যের তরুণদের তিনি পরামর্শ দিয়েছেন, সরকারি চাকরির জন্য রাজনৈতিক নেতাদের পেছনে না ছুটে গরুর খামার দিয়ে পানের দোকান দিতে।
তিনি বলেন, প্রত্যেক ঘরে একটা করে গরু থাকা প্রয়োজন। কেন আপনারা সরকারি চাকরির জন্য নেতাদের পেছনে ছুটবেন? ৫০ টাকা লিটারে দুধ বিক্রি হচ্ছে। গ্র্যাজুয়েটদের উচিৎ গরু কেনে দুধের ব্যবসা করা। এতে তারা ১০ বছরে ১০ লাখ টাকা কামাতে পারবে।
আরও পড়ুন : একাত্তরে ত্রিপুরা যাওয়ার সময় মায়ের গর্ভে ছিলেন বিপ্লব দেব
এরআগে প্রাচীন ভারতীয়রা লাখ লাখ বছর আগে ইন্টারনেট আবিষ্কার করেছিলেন বলেও দাবি করেন তিনি।
Advertisement
বিশ্বসুন্দরীদের মধ্যে অনেক অযোগ্য মেয়েও আছে। মাফিয়ারা প্রসাধনী সামগ্রীর কারখানা চালু করে ভারতে নিজেদের বাজার দখল করে- নিজের এমন মতেও কথাও জানান তিনি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
এনএফ/জেআইএম