দেশজুড়ে

চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আরব আলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনেছেন ১০ ইউনিয়ন পরিষদের সদস্য। নানা অভিযোগ তুলে ধরে গত সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্যরা। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।  সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ইউপি সদস্যরা যে লিখিত অভিযোগ দিয়েছেন তাতে ইউনিয়নের ১২ সদস্যের মধ্যে ১০ জনই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এনে স্বাক্ষর করেছেন। স্বাক্ষর করেছেন ইউপি সদস্য মিজানুর রহমান, শরিফুল ইসলাম, লুৎফর রহমান, মামুন-অর-রশিদ, সেলিনা বেগম, মুসলিমা খাতুন, হালিম, তাইজাল ইসলাম ও ফারজানা খাতুন ও গোলাম সরোয়ার।  লিখিত অভিযোগপত্রে ইউপি সদস্যরা বলেন, ২০১১ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে আমরা শপথ গ্রহণ করি। স্থানীয় সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ও ইউপি ফান্ড হতে আমাদের সম্মানি ভাতা প্রদানের বিধি বিধান থাকলেও চেয়ারম্যান আমাদের আজো কোনো ভাতা প্রদান না করে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করে সরকারের দেয়া দায়িত্ব পালন থেকে আমাদের বঞ্চিত করে এক গুয়েমিভাবে নিজের ইচ্ছামত পরিষদ পরিচালনা করছে। এছাড়া ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৩-১৪ অর্থ বছরের সরকারি বিভিন্ন প্রকল্পের বরাদ্দকৃত টাকা প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পাদন না করে এবং ইউনিয়নের হাটবাজার উন্নয়ন কর্মকাণ্ডের টাকা সঠিকভাবে ব্যায় না করেও জোরপূর্বক হুমকি প্রদর্শন করে রেজুলেশন খাতায় স্বাক্ষর করিয়ে নেন। এছাড়াও বিভিন্ন সময় আমাদের স্বাক্ষর জাল করে রেজুলেশন তৈরি করে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করেন। আমরা চেয়ারম্যানকে বারংবার বেআইনী কাজে বাঁধাদান করলেও কোনো কর্ণপাত না করে উল্টো রাজনৈতিক দাপট দেখিয়ে থাকেন। ইউপি সদস্য মিজানুর রহমান, মুসলিমা খাতুন ও সেলিনা বেগমসহ আরো কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, চেয়ারম্যান এক ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে নানা অপকর্ম করছেন। তার কারণে ইউনিয়নের উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। এখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে তিনি আরো অনিয়ম করতে থাকবেন। সদস্যরা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য সেলিমকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান ভুয়া প্রকল্প দিয়ে লাখ লাখ টাকা লুটপাট করেছে। প্রতিটি প্রকল্প ধরে তদন্ত করলে সব অনিয়মের চিত্র উঠে আসবে। রাস্তায় খানা-খন্দে কোন পচা ব্যাটস না ফেলেই চেয়ারম্যান ১ লাখ ৭৭ হাজার টাকা ভুয়া বিল জমা দিয়ে তোলার চেষ্টা করছেন। টিআর, কাবিখা, জিআর ও এলজিএসপিসহ বিভিন্ন প্রকল্পে হরিলুট চলছে। সদস্যরা বলেন, চেয়ারম্যান ক্ষমতাসনি দলের নেতা হওয়ায রাজনৈতিক প্রভাব দেখিয়ে আমাদের দমিয়ে রাখার চেষ্টা করেন। অভিযোগ দেয়ার পর আমাদের হুমকি-ধামকি দেয়া হচ্ছে। তবে ইউনিয়নবাসীর স্বার্থে সব সদস্য এখন একাট্টা।  ইউনিয়নের একাধিক আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, আরব আলী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মীদের ওপর নানাভাবে নির্যাতন করছে। তার কারণে নানা গ্রুপিং তৈরি হয়েছে। দলের সবাই তার ওপর ক্ষুব্ধ। অভিযোগের ব্যাপারে জানতে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব আলীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য নয়। ঝামেলার মধ্যে আছি পরে কথা বলব বলে লাইন কেটে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন জাগো নিউজকে বলেন, অভিযোগপত্র পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। আল-মামুন সাগর/এমজেড/আরআইপি

Advertisement