প্রবাস

বার্সেলোনায় হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ ইমরান (৩৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ২৮ এপ্রিল (শনিবার) আনুমানিক রাত ১২টায় শহরের সেন্টারে ভাড়া বাসার বাথরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

ইমরানের বন্ধু আকতার হোসেন বাসায় ফিরে বাথরুমে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে অবগত করে। প্রাথমিক তদন্তে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন বলে জানায় পুলিশ।

মাঝ রাতে মুত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরিচিতজনরা তাকে দেখার জন্য ভিড় জমায়।

ইমরান সিলেটের হবিগঞ্জ সদরের রায়ধরের বাসিন্দা। বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। স্পেনের সরকারি নিয়ম-কানুন শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে। কমিউনিটির ব্যক্তিবর্গ ও প্রবাসীর শুভানুধ্যায়ীরা আজ (২৯ এপ্রিল) সন্ধ্যায় মরদেহ দেশে পঠানোর খরচ ও পরিবারকে সহযোগিতার জন্য আলোচনায় বসার কথা আছে।

Advertisement

কমিউনিটির বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।

জেএইচ