খেলাধুলা

ইতালির কোচ হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আনচেলত্তির

গত নভেম্বরে পিয়েরো ভেনতুরাকে বরখাস্তের পর জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আজ্জুরিদের বিশ্বকাপে তুলতে ব্যর্থতার কারণেই চাকরি হারিয়েছেন ভেনতুরা। নতুন কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ছিল সবার উপরে। কিন্তু আজ্জুরিদের সাবেক কোচ ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি আবার ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার দিকেই জোর দিয়েছেন।

Advertisement

৫৮ বছর বয়সী আনচেলত্তি তার দেশের জাতীয় দলের দায়িত্ব না নেয়ার পেছনে বেশ কারণ রয়েছে। তবে সেটা তিনি উল্লেখ করেননি। শুধু আভাস দিয়েছেন তার চোখ ক্লাব কোচিংয়ে। তবে একটি সূত্র জানিয়েছে, কারণগুলোর মধ্যে অন্যতম আর্থিক বিষয়টি। সর্বশেষ তিনি জার্মানির বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন। গত বছর সেপ্টেম্বরে ক্লাবটি তাকে বরখাস্ত করে।

ক্লাব ফুটবলে অন্যতম সফল কোচ এ ইতালিয়ান। আনচেলত্তি একমাত্র কোচ যিনি ৩ বার উয়েফা চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পেয়েছেন। দলকে ফাইনালে উঠিয়েছেন চারবার। জুভেন্টাস, মিলান, চেলসি, পিএসজি এবং রিয়াল মাদ্রিদের মতো দলকে নেতৃত্ব দিয়েছেন সাবেক এ মিডফিল্ডার। তিনি ইতালির জার্সি গায়ে খেলেছেন টানা ১০ বছর।

আরআই/এমএমআর/পিআর

Advertisement