দেশজুড়ে

চট্টগ্রামে ভিক্ষু লাঞ্ছনার ঘটনায় সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাজারীরচর বড়ুয়াপাড়ায় বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করার ঘটনায় বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Advertisement

রোববার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্ব কালুরঘাট আরাকান সড়কের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলাও রয়েছে। একাধিবার মারামারির ঘটনাও ঘটেছে।

রোববার সকাল ৮টায় উভয়পক্ষের বিরোধ নিরসনে বাংলাদেশ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ বিহারে উপস্থিত থাকার জন্য বলেছিলেন। বিহার অধ্যক্ষ সংঘপাল ভিক্ষুকে একপক্ষ পূর্বে জোর করে বিহার থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে। তাই আজ তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ। তবে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নেতৃবৃন্দ উভয়পক্ষকে উপস্থিত থাকার কথা বললেও তারা বিহারের আসেননি।

Advertisement

সে অনুয়ায়ী সংঘপাল ভিক্ষু অটোরিকশাযোগে নগরী থেকে আজ সকালে হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে যাওয়ার পথে পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পৌঁছালে তাকে প্রতিপক্ষের লোকজন ধাওয়া দেয়। এ খবর এলাকায় পৌঁছালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘপাল ভিক্ষু বলেন, ‘ভিক্ষু মহাসভার নির্দেশে বিহারে যাওয়ার পথে বড়ুয়াপাড়ার প্রবেশপথে স্থানীয় সবুজ বড়ুয়া ও সত্য বড়ুয়ার নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক কিরিচ, লাঠিসোঠা নিয়ে পথরোধ করে। এরপর এখানে কেন এসেছি বলে কাপড় ধরে নিয়ে টানা হেঁচড়া শুরু করে। কোনোরকমে তাদের হাত থেকে ছুটে দৌড়ে পূর্ব কালুুরঘাট পালিয়ে আসি।’

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, ‘বিহারের এক বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব বোধিমিত্র মহাথেরর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

Advertisement

আবু আজাদ/বিএ/জেআইএম