সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয় যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পারিমাণ। বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে চার হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ১৮৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৬৩০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৯০ কোটি টাকা কম। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৭২০ কোটি টাকা।ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট কমে ৮ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে ১২ হাজার ১২৪ পয়েন্টে এবং সিএএসপিআই ৬৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১ কোটি ৫৯ লাখ টাকার।এসআই/এএইচ/আরআইপি
Advertisement