দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। আর এ উপলক্ষ্যে বুধবার সকাল থেকে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে কাউন্টারে টিকিট প্রত্যাশীদের ভিড় তুলনামূলক কম। বুধবার সকাল ১০টা থেকে ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় টিকিট বিক্রি শুরু হয়। তবে, ওয়ান ডে অথবা টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে টাইগার সমর্থকদের যে উৎসাহ উদ্দীপনা ছিল টেস্টের আগে দেখা গেছে তার বিপরীত চিত্র। সকাল থেকে অল্পসংখ্যক টিকিট প্রত্যাশী টিকিট সংগ্রহ করেছে।এদিকে, টিকিট কিনতে আসা সমর্থকেরা টিকিটের দাম বেশি রাখার অভিযোগ তুলেছে। এর আগের টেস্ট ম্যাচে সর্বনিম্ন টিকিটের দাম ২০ টাকা হলেও এবারে সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।এমআর/এমএস
Advertisement