সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ে ওয়ার্কশপের খুঁটির সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করে ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের স্বার্থ রক্ষায় নিয়োজিত সংগঠন ‘দীক্ষা’।বুধবার দুপুর ১২টার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহিল কাফি ,প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক নুরুল কবির, দীক্ষার সভাপতি উজ্জ্বল মন্ডল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলসহ অন্যান্যরা। বক্তারা সকল ধরণের শিশু নির্যাতন বন্ধ করার জন্য সরকারকে সচেষ্ট হতে আহ্বান জানান। ভবিষ্যতে বাংলাদেশে এই ধরণের ঘটনার বিচার দাবিতে আর যেন মানববন্ধন করতে না হয় সে আহ্বানও জানান তারা। দীক্ষার সভাপতি উজ্জ্বল মন্ডল তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে শিশুদের উপর করা যেকোন নির্যাতনের বিরুদ্ধে কাজ করবে দীক্ষা। যেখানেই শিশু নির্যাতন হবে সেখানেই ছুটে যাবে দীক্ষা। আইনী সহায়তা দেবে সুবিধাবঞ্চিত শিশুদের।হাফিজুর রহমান/এআরএস/এমএস
Advertisement