বিনোদন

অবশেষে নতুন মসজিদ পাচ্ছে এফডিসি

অবশেষে এফিডিসিতে নতুন মসজিদ নির্মাণের অনুমতি মিলেছে। প্রায় এক বছর ঝুলে থাকার পর গত বৃহস্পতিবার এই অনুমতি পেয়েছে থার্মেক্স গ্রুপ। নিজেদের অর্থায়নেই তারা এই মসজিদটি নির্মাণ করবে।

Advertisement

থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার ঘনিষ্ঠজন অভিনেতা সনি রহমান জানান, ‘কাদির মোল্লার অর্থায়নেই মসজিদটির নির্মাণ কাজ শুরু হবে আগামী মাসে। পুরোনো মসজিদের জায়গাতেই এটি করা হচ্ছে।’

সনি আরো বলেন, ‘এফডিসির মসজিদটির অবস্থা ভালো ছিলো না। আমি চাইছিলাম এখানে নতুন করে মসজিদ তৈরি হোক। দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নরসিংদীর আবদুল কাদির মোল্লা আমার কাছের মানুষ এবং একই এলাকার মানুষ। তিনি বিশাল মনের লোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন। তাই তাকেই চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে একটি মসজিদের জন্য আবেদন করি। তিনি আনন্দের সঙ্গেই সেটি দিতে রাজি হন।’

তিনি জানান, ‘তবে এফডিসির অনুমতি পাওয়া নিয়ে অনেক জটিলতা ছিলো। প্রায় এক বছর ধরে নানাভাবে চেষ্টার পর গত বৃহস্পতিবার এফডিসি থেকে জানানো হয়, মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া গেছে। আগামী মাসে আমরা কাজটি শুরু করতে পারব ভেবে ভালো লাগছে। কারণ নতুন মসজিদ হবে সেটা সবাই এক বছর আগে থেকেই জানেন। কিন্তু কাজ শুরু না করতে পারায় আমার লজ্জা লাগতো। অবশেষে সেই লজ্জা কেটেছে।’

Advertisement

এফডিসির এমডি আমির হোসেন মসজিদ নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে কেউ কিছু দান করতে চাইলে সেখানেও কিছু সীমাবদ্ধতা থাকে। নির্দিষ্ট মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করে সেখান থেকে অনুমতি নিতে হয়। তাই এক বছর লেগে গেল মসজিদ নির্মাণের অনুমতি পেতে পেতে। আমি আন্তরিকভাবে চেষ্টা করেছিলাম। চমৎকার এই উদ্যোগটির জন্য আমি সনি রহমানকে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির সাহেব নতুন মসজিদ করে দেবেন জেনেই বর্তমান মসজিদটি ভাঙ্গার কাজ শুরু করেছিলাম আমরা। কিন্তু নতুনটি নির্মাণের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় একটা অস্বস্তি কাজ করছিল। এখন স্বস্তি ফিরেছে।’

নতুন মসজিদ নির্মাণের খবরে এফডিসিতেও বেশ আনন্দের বাতাস বইছে। দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মসজিদ এফডিসির মর্যাদা বাড়াবে বলে মনে করছেন সবাই।

এলএ/এমএস

Advertisement