বিনোদন

দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা শাকিবা

চিত্রনায়িকা শাকিবা অভিনীত প্রায় ৪০টিরও বেশি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ২০১১ সালে ‘মাটির ঠিকানা’ ছবিটির পর তাকে নতুন কোন ছবিতে দেখা যায়নি। প্রায় সাত বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন একসময়ের এই সুপারহিট চিত্রনায়িকা। নতুন খবর হলো, দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে জাঁকজমকভাবেই ফিরতে চলেছেন শাকিবা।

Advertisement

হাতে এক সঙ্গে চারটি চলচ্চিত্র নিয়ে ফিরছেন তিনি। যার প্রথম ছবিটি হবে কলকাতার। জাগো নিউজকে শাকিবা বলেন, ‘মাঝে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। নিজের পড়াশোনা, বাবার ব্যবসায় দেখাশোনা করার কারণে। এরমধ্যে বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। এরপর গেলো বছরের মার্চের দিকে বাবা মারা যান। তখন অনেকটা ভেঙে পড়েছিলাম। গতবছরই পর্দায় ফেরার ইচ্ছে ছিলো কিন্তু পারিবারিক এমন অবস্থায় আর মন টানেনি। পড়াশোনা শেষ করলাম, এখন অনেকটা প্রস্তুত কাজ করার জন্য।’

ছবির প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ২৪ এপ্রিল কলকাতা থেকে দেশে ফিরেছি। টালিগঞ্জের পরিচালক রাজা সেনের সঙ্গে ‘সুরমাই’ নামে একটি ছবির কথা সম্পন্ন হয়েছে। ‘সুরমাই’ মূলত একটি প্রতীকী নাম হলেও মৌলিক গল্পের একটি ছবি এটি। এ ছবির গল্পটা মানুষের জীবনে ভাঙ্গা-গড়ার গল্প বলা যায়। সব ঠিক থাকলে আগামী জুন মাসের ৫-৭ তারিখের মধ্যেই কলকাতাতে এই ছবির কাজ শুরু করব।’

রাজা সেনের 'সুরমাই' ছাড়াও কলকাতার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। এটি সম্পর্কে খুব শিগগিরিই বিস্তারিত জানা যাবে।

Advertisement

কলকাতার ছবি দিয়ে সিনেমার দর্শকদের সামনে আসছেন শাকিবা। তবে শিগগিরই নিজের প্রিয় আঙিনা ঢাকাই চলচ্চিত্রেও কাজ করতে চান তিনি। এ বিষয়ে জাগো নিউজকে বলেন, ‘ঢালিউড আমার দ্বিতীয় ঘর। এখানের মানুষগুলোই আমার আপন। কলকাতার দৃুটি ছবিতে কাজ করতে যাচ্ছি। তবে ঢাকাই ছবিতেও ফিরতে চাই। এরই মধ্যে ঢাকার দুটি ছবি নিয়েও কথাবার্তা অনেকটা কনফার্ম হয়েছে। এটা সম্পর্কে এখনই কিছু বলছি না। মহরতের মাধ্যমে খুব তাড়াতাড়ি জানাবো। এখন দেখা যাক কোনটা আগে মুক্তি পায়, কলকাতার নাকি ঢাকাই ছবি।’

ঢাকাই ছবির একসময়ের ব্যবসাসফল নায়িকা শাকিবার পুরো নাম শাকিবা বিনতে আলী পিংকি। ২০০৪ সালে মনতাজুর রহমান আকবরের 'ভন্ড নেতা' ছবি দিয়ে চিত্রপাড়ায় অভিষেক ঘটলেও শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিতে শাকিবার বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমিন খান।

এরপর একাধারে অনেকগুলো ছবি করেন তিনি। ‘বাঁচাও দেশ’,‘ মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, 'দুই পুরুষ' ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ প্রায় ৪০টিরও বেশি ছবি মুক্তি পায় তার।

আইএন/এমএবি/এলএ/এমএস

Advertisement