ফিচার

বেশিক্ষণ ভিজলে চামড়া কুঁচকে যায় কেন?

বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে বা গোসল করলে আমাদের হাত-পায়ের চামড়া কুঁচকে যায়। আমরা ভাবতাম, চামড়ায় পানি ঢোকার ফলে কুঁচকে যায়। আসলে তা নয়। আন্তর্জাতিক সাপ্তাহিক জার্নাল ‘নেচার নিউজ’র একটি প্রতিবেদন থেকে জানা যায়, পানিতে ভেজার ফলে চামড়া কুঁচকে যায় না। এটা সম্পূর্ণরূপে স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত।

Advertisement

সূত্র জানায়, চামড়ার নিচে থাকা রক্তনালীগুলো অনৈচ্ছিক পেশী দ্বারা নিয়ন্ত্রিত। ফলে নিজে নিজেই সংকুচিত হতে থাকে। যাদের স্নায়ুতে সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে চামড়ার এই সংকোচন ও প্রসারণ হওয়া কাজ করে না। কিন্তু কোনো নির্দিষ্ট কারণে এমন হয় বলে স্পষ্টভাবে এখনো জানা যায়নি।

২০১৩ সালে মার্কিন নিউরোবায়োলজিস্ট মার্ক চ্যাংগিজি ও তার গবেষক সহকারীরা একটি পরীক্ষা করেন, যেখানে কিছু ব্যক্তিকে ভেজা ও শুকনো মার্বেল তুলতে বলা হয়। দেখা যায়, সংকুচিত হওয়া আঙুল দিয়ে ভেজা মার্বেল খুব সহজেই তোলা যাচ্ছে। কিন্তু শুকনো মার্বেল তুলতে তুলনামূলকভাবে সমস্যা হচ্ছে।

এতে প্রমাণিত হয়, ভেজা অবস্থায় আমাদের গ্রিপ করার ক্ষমতা বাড়ে। তবে আমাদের আঙুল ভিজলেই কেন কুঁচকে যায়- এ নিয়ে বিজ্ঞানীরা এখনো চিন্তিত।

Advertisement

এসইউ/এমএস