চীন এক ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে কমপক্ষে সাত শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। কর্মকর্তারা জানিয়েছেন, চীনের উত্তরাঞ্চলের একটি স্কুলের বাইরে ওই হামলার ঘটনা ঘটেছে। খবর বিবিসি।
Advertisement
শানঝি প্রদেশে মিঝি কাউন্টি নাম্বার থ্রি সেকেন্ডারি স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। সে সময় ছুরি হাতে এক ব্যক্তি তাদের ওপর হামলা চালায়।
ওই ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সে এখন পুলিশ হেফাজতে আছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ঝাও। তার বয়স ২৮ বছর। তিনি ওই স্কুলেরই সাবেক শিক্ষার্থী।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিশোধপরায়ন হয়েই ওই ঘটনা ঘটিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন মেয়ে এবং দু'জন ছেলে শিক্ষার্থী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
টিটিএন/এমএস