খেলাধুলা

মাশরাফির টেস্টে ফেরা নিয়ে সন্দিহান পাপন

মাশরাফি বিন মর্তুজার কাছে টেস্টটাই আসল মর্যাদার জায়গা। ফিট অবস্থায় টি-টোয়েন্টির মতো জনপ্রিয় ফরমেট ছেড়ে দিলেও এখনও টেস্টে ফেরার স্বপ্ন দেখেন ইনজুরিপ্রবণ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এবার তো ঘরোয়া ক্রিকেটে বড় ফরমেটের বিসিএলও খেলেছেন। তবে মাশরাফি চাইলেই কি হবে? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো টেস্টে তার ভূমিকা কি হবে, সেটা নিয়েই সন্দিহান।

Advertisement

বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন সেই ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। চোটাঘাত এতটাই ভীত করে দিয়েছে যে, এরপর আর টেস্টে ফেরার চেষ্টা করেননি। তবে গত কয়েক বছরে বড় কোনো চোটে পড়েননি মাশরাফি। ৩৪ বছর পেরিয়েও তাই আরও একবার সাদা পোশাক গায়ে জড়ানোর স্বপ্ন নড়াইল এক্সপ্রেসের। সম্প্রতি তিনি তার সে ইচ্ছের কথা জানিয়েছেন। মাশরাফি মনে করছেন, এখন যে ফিটনেস, তাতে আরও বছর দুয়েক টেস্টে খেলতে পারবেন তিনি।

কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফিকে নিরাশ করার মতোই কথা বলেছেন। তার প্রশ্ন, টেস্টে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করবেনটা কি? পাপনের ভাষায়, ‘আমি জানি না, ও টেস্টে ফিট কি না। কোথায় কোন দেশে টেস্ট খেলবে সে? দেশের বাইরে? তাহলে প্রতিদিন ওকে কমপক্ষে ২০ থেকে ২৫ ওভার বোলিং করতে হবে। ও বলছে পারবে? তাহলে তো আমাদের কিছু বলার নেই। ফিজিও যদি অনুমতি দেয় আর ও যদি বলে পারবে, তবে অবশ্যই স্বাগত জানাব। আমাদের কিন্তু সেই ধারণা নেই।’

ঘরের মাঠে সাধারণত স্পিন সহায়ক উইকেট হয়। পেসারদের সেখানে খুব বেশি বল করতে হয় না। দেশে খেলতে চাইলে হয়তো ভাবা যায়। তবে মাশরাফি কি ব্যাটসম্যান নাকি বোলার হিসেবে খেলবেন, সেটি নিয়েও দ্বিধায় বিসিবি সভাপতি, ‘যদি মনে করেন আমাদের দেশে খেলা, আমরা মাত্র ২ বা ৩ ওভার করাব, এখানে যদি খেলতে চায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে কী হিসেবে আসতে চায়, ব্যাটসম্যান না বোলার? সেটা বড় প্রশ্ন।’

Advertisement

মাশরাফির মতো খেলোয়াড় সব ফরমেটেই খেলা উচিত বললেও টি-টোয়েন্টি থেকে তার অবসরের প্রসঙ্গ টেনে প্রকারান্তরে টেস্টে সীমিত ওভারের অধিনায়ককে নিরাশই করলেন পাপন, ‘আমি মনে করি, সে যদি ফিট থাকে যে কোনো সংস্করণে তার খেলা উচিত। তার মতো খেলোয়াড় পাওয়া কঠিন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলাটা তার এবং ফিজিওর ওপর নির্ভর করছে। আমাদের ধারণা, সে যদি ওয়ানডে খেলতে পারে টি-টোয়েন্টিও খেলা উচিত। ১০ ওভার যদি করতে পারে, ৪ ওভারও তার করা উচিত। এ কারণে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন সে আগ্রহ দেখায়নি। আমরা ধরে নিচ্ছি তার আগ্রহ নেই।’

এমএমআর/এমএস