কারিগরি প্রশিক্ষণার্থীদের জন্য সুখবরই বটে। কারণ আগামী ৩ বছরে ১ হাজার টেকনিক্যাল ইন্টার্ন (কারিগরি প্রশিক্ষণার্থী) নেবে জাপান। তারা বিনা খরচে জাপানে টেকনিক্যাল কাজ করার সুযোগও পাচ্ছেন।
Advertisement
জানা যায়, ২৬ এপ্রিল ১৪ জন টেকনিক্যাল ইন্টার্ন জাপান গেছেন। গত বছরের আগস্টে প্রথম দলে ১৭ জন তরুণ সেখানে গেছেন। তারা সব খরচ শেষে মাসে ৮০ হাজার টাকা করে দেশে পাঠিয়েছেন। তৃতীয় পর্যায়ে আরও ২০ জন তরুণ যাবেন। তাদের বাছাই শুরু হবে আগামী মাসের মাঝামাঝি।
মূলত জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর জন্য জাপানি প্রতিষ্ঠানগুলোর চাহিদার ভিত্তিতে কর্মী নির্বাচন করে জাপানি ভাষা, সংস্কৃতি এবং শারীরিক শিক্ষার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এই অভিবাসনে ইন্টার্নদের কোনো ব্যয় হচ্ছে না। তারা বিনা খরচে জাপানে টেকনিক্যাল কাজ করার সুযোগ পাচ্ছেন।
এমনকি তাদের বিমানভাড়াও দিচ্ছে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আইএম)। এছাড়া প্রশিক্ষণ শেষে তাদের দেশে কর্মসংস্থান বা নতুন ব্যবসা শুরু করার জন্য সংশ্লিষ্ট জাপানি কোম্পানি ৪ লাখ টাকা দেবে।
Advertisement
এসইউ/এমএস