জাতীয়

বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বন্ধ কারখানা চালুর দাবি

শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা, পাওনাদি পরিশোধসহ বন্ধ কারখানা চালু করার দাবি জানিয়েছে চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স।

Advertisement

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চুনজি নীট লিমিটেডের মালিক গত জানুয়ারি মাসে বন্ধের নোটিশ টাঙিয়ে পরের মাসে শ্রমিকদের পাওনাদি পরিশোধ করার আশ্বাস দেয়। আজ পর্যন্ত তা পরিশোধ করেনি। শ্রমিকরা তাদের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এটি দেশের প্রচলিত শ্রম আইনের পরিপন্থী ও মানবাধিকার লঙ্ঘন।

তারা বলেন, অবিলম্বে চুনজি লিমিটেডকে এই শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাসহ সব পাওনা পরিশোধ করে পুনরায় কারখানা চালুর জোর দাবি জানাচ্ছি। সেইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। অন্যথায় আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্যাম্পেইন করতে বাধ্য হব।

চুনজি নীট লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক পপি আক্তার, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, ইউনাইডেট ফেডারেশন অব গার্মেন্টসের সভাপতি রায় রমেশ চন্দ্র, সাধারণ সম্পাদক নরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেহেলী আফরোজ লাভলী, দফতর সম্পাদক রেজাউল করিম, মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা ইয়াসমিন প্রমুখ।

Advertisement

এএস/জেডএ/পিআর