গোল্ড কাপের শিরোপা জেতার পরও আজতেকা টেলিভিশনের রিপোর্টার ক্রিস্টিয়ান মার্তিনোলিকে ঘুষি মারার অপরাধে বরখাস্ত হলেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মিগুয়েল হেরেরাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মেক্সিকোর ফুটবল ফেডারেশনের সভাপতি ডেচিও ডে মারিয়া। সম্প্রতি গোল্ডকাপের ফাইনালে জ্যামাইকাকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় হেরেরার শিষ্যরা। আর ম্যাচে পর আজতেকা টেলিভিশনের রিপোর্টার ক্রিস্টিয়ান মার্তিনোলি হেরেরার সমালোচনা করে একটি সংবাদ প্রকাশ করে। নিজের সমালোচনা শুনে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত ঐ রিপোর্টারের ঘাড়ে ঘুষি মারেন মেক্সিকোর এই কোচ। প্রতিবেদক মার্তিনোলি অভিযোগ অবশ্য আরো তির্যক। হেরেরা প্রথমে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এরপরই ঘাড়ে ঘুষি খেতে হয় তাকে। ২০১৩ সালে মেক্সিকোর দায়িত্ব নেওয়া মিগুয়েল হেরেরা ঐ প্রতিবেদকের কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানা গেছে। কিন্তু তাতে চাকরিটা টেকাতে পারলেন না তিনি।এমআর/পিআর
Advertisement