জাতীয়

বিমানের সিটের নিচ থেকে ৯ কেজি সোনা জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সোয়া নয় কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। দুবাই-চট্টগ্রাম-ঢাকা-নেপাল-ঢাকা থেকে আসা বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় নয় কেজি ২৮০ গ্রাম ওজনের মোট ৮০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

Advertisement

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ৩ টায় বিমান বাংলাদেশের বিজি৭২ ফ্লাইট অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল শাহজালাল বিমান বন্দরে ওই বিমানের ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সিট নং ১৯বি, ১৯ সি নং সিটের নিচ থেকে ৮০ টি স্বর্ণের বার জব্দ করে।

স্বর্ণের বারগুলো কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, যা পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে বের করা হয়। জব্দকৃত স্বর্ণ বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। এ ব্যাপারে শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেইউ/ওআর/জেআইএম

Advertisement