ভারতের মহারাষ্ট্র প্রদেশে একটি তিনতলা ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ধসে পড়া ভবনটির ভেতরে আরো অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাতে থান জেলার ঠাকুরলি এলাকায় ওই ভবনটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।ভবনটি ধসে পড়ার সময় ওই এলাকায় ব্যাপক বৃষ্টি হচ্ছিল। ভবনটির ভেতর থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা ভবনটির ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে। উল্লেখ্য, থানের ধসে পড়া ওই ভবনটি ১৯৭২ সালে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া কয়েকদিন আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল।এসআইএস/পিআর
Advertisement