ক্রিকেটের ফরমেট দিনকে দিন ছোট হচ্ছে। টেস্ট, ওয়ানডের পর এসেছে টি-টোয়েন্টি। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরমেটই সবচেয়ে বেশি জনপ্রিয়। সেই জায়গাটা দখলের চেষ্টা করছে টি-টেন লিগ। গত বছর পরীক্ষামূলকভাবে এই লিগ হয়েছিল। এবার দ্বিতীয় মৌসুমে মাঠে গড়াচ্ছে লিগটি, সেটাও বিস্মৃত আকারে।
Advertisement
গতবার টি-টেন লিগে দল ছিল ৬টি। এবার আরও দুটি দল বাড়ছে। এর মধ্যে একটি পাকিস্তান থেকে করাচিয়ান্স নামে, আরেকটি ভারতের দল নর্দার্ন ওয়ারিওর্স। প্রথম মৌসুমে টুর্নামেন্টটি শেষ হয়েছিল চারদিনের মধ্যেই। এবার সেটা বেড়ে দাঁড়াচ্ছে দশ দিনে।
আগের মৌসুমের ছয়টি দল হলো- কেরালা কিংস, মারাঠা এরাবিয়ান্স, পাখতুন, পাঞ্জাবি লিজেন্ডস, টিম শ্রীলঙ্কা আর বেঙ্গল টাইগার্স। এবার টিম শ্রীলঙ্কা দলটি আসবে রাজস্থানী হিরোস নামে। এতে এবার বিদেশি খেলোয়াড়রাও খেলবেন।
নতুন ফরমেটে টি-টেন ক্রিকেট আসায় ক্রিকেটে ব্যস্ত সময়টা আরও বাড়ছে সংযুক্ত আরব আমিরাতের। চলতি বছরের সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ শেষ করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর পাকিস্তানকে নিয়ে দুটি সিরিজ আয়োজন করবে আমিরাত। এর মধ্যে থাকবে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি।
Advertisement
এমএমআর/পিআর