পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ মহিউদ্দিনকে সংসদ সদস্য পদে অযোগ্য ঘোষণা করেছেন। তার নামে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট (যা ইকামা নামে পরিচিত) থাকায় বৃহস্পতিবার হাইকোর্ট এক রায়ে তাকে পার্লামেন্টের সদস্য পদে অযোগ্য ঘোষণা করেন।
Advertisement
দেশটির সাধারণ নির্বাচনের কয়েক মাসে ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের- নওয়াজ (পিএমএল-এন) জন্য আদালতের এ রায়কে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
আদালতের এ রায়ের ব্যাপারে তাৎক্ষণিকভাবে খাজা আসিফের মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির টেলিভিশন চ্যানেল জিও টিভি বলছে, পাক এই পররাষ্ট্রমন্ত্রী আদালতের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের পরিকল্পনা করছেন।
আরও পড়ুন : সেনা অভ্যুত্থানের হুমকিতে ইরান?
Advertisement
এদিকে, তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করবেন কি-না সেটি এখনো পরিষ্কার নয়। খাজা আসিফ গত বছর দেশটির প্রধানমন্ত্রীর পদ থেকে সুপ্রিম কোর্টের রায়ে বরখাস্ত হওয়া নওয়াজ শরিফের ঘনিষ্ঠ সহযোগী।
একই সঙ্গে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিএমএল-এনের হাই প্রোফাইল রাজনীতিক হিসেবে মনে করা হয় তাকে। এমনকি নওয়াজ পদচ্যুত হওয়ার পর তার বিকল্প হিসেবে যে কয়েকজনের নাম উঠে এসেছিল সেই তালিকায়ও ছিলেন খাজা আসিফ।
সূত্র : রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।
এসআইএস/পিআর
Advertisement