খেলাধুলা

ড্রয়ের পথে সেন্ট্রাল আর ইস্ট জোনের ম্যাচ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সেন্ট্রাল জোন আর ইস্ট জোনের মধ্যকার ম্যাচটি ড্রয়ের পথেই এগোচ্ছে। সেন্ট্রাল জোনের ৫৪৬ রানের পাহাড়সম সংগ্রহের জবাবে তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৯২ রান তুলেছে ইস্ট জোন।

Advertisement

মূলতঃ লিটন দাস আর আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত ব্যাটিংয়েই সেন্ট্রাল জোনকে ভালোভাবে জবাব দিতে পেরেছে ইস্ট জোন। চতুর্থ উইকেটে ২৯৮ রানের অসাধারণ এক জুটি গড়েছেন তারা। আফিফ ১৪২ রান করে ইলিয়াস সানীর শিকার হলে ভেঙেছে এই ম্যারাথন জুটিটি। ২২৭ বলে ১৫ বাউন্ডারি আর ৫ ছক্কায় নিজের ইনিংসটি সাজিয়েছিলেন আফিফ।

তবে সঙ্গী হারালেও নির্ভার হয়ে খেলে গেছেন লিটন। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির খুব কাছেই চলে গিয়েছিলেন তিনি। তার স্বপ্নটাও ভেঙেছেন ওই ইলিয়াস সানী। ২৯৩ বলে ৩৫ চার আর ২ ছক্কায় ২৭৪ রান করা লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁহাতি এই স্পিনার।

সপ্তম উইকেটে জাকের আলী আর মোহাম্মদ সাইফউদ্দীন অবিচ্ছিন্ন আছেন ৬০ রানে। জাকের ৩২ আর সাইফউদ্দীন ২৯ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামবেন।

Advertisement

সেন্ট্রাল জোনের শুভাগতহোম চৌধুরী ৩টি আর ইলিয়াস সানী নিয়েছেন ২টি উইকেট।

এমএমআর/জেআইএম