খেলাধুলা

রিয়ালকে ম্যাচ উপহার দিলাম : বায়ার্ন কোচ

ম্যাচের ৬০ শতাংশ বল নিজেদের দখলে রাখার সঙ্গে সঙ্গে গোল মুখে ১৭ টি শটও নিয়েছিল বায়ার্ন। ম্যাচের ২৮ মিনিটে কিমিচের গোলে লিডও পেয়েছিল দলটি। তবে শেষ পর্যন্ত রিয়ালের কাছে দুই গোল খেয়ে ম্যাচ হারের স্বাদ নিয়ে ফিরেছে স্বাগতিকরা। এগিয়ে থেকেও ম্যাচ হারকে রিয়ালকে ম্যাচ উপহার দেয়ার সঙ্গে তুলনা করেছেন বায়ার্ন কোচ ইয়ুপ হেইনকেস।

Advertisement

ঘরের মাঠে দুর্দান্ত শুরু করে ম্যাচের ২৮ মিনিটে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন জার্মান রাইট ব্যাক জশুয়া কিমিচ। মাঝমাঠ থেকে হামেশ রদ্রিগেজের বাড়ানো বল থেকে ডান পাশ দিয়ে ক্ষিপ্র গতিতে নিজেই গোলমুখে শট নিয়ে বল জালে জড়ান।

পুরো ম্যাচে বল দখলে রিয়াল থেকে অনেক এগিয়ে ছিল বায়ার্ন। ম্যাচের প্রায় ৬০ শতাংশ বল নিজেদের পায়ে রাখে। রিয়ালের গোল মুখে ১৭ বার শট নেউ দলটি। সেখানে জিদানের দল ৭টি শট নিতে সক্ষম হয়।

হারের পর বায়ার্ন কোচ বলেন, ‘আমরা এগিয়ে ছিলাম কিন্তু তাদের প্রথম গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। যেটা ছিল উপহারের মত। এবং তাদের দ্বিতীয় গোলটাও উপহার।’

Advertisement

নিজেদের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই গোলের সুযোগ পায় বায়ার্ন। তবে লেভানডফস্কির বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন মুলার। গোল মিসের মহড়ায় স্বাগতিক শিবির বড় ধাক্কা খায় বিরতির আগে রোবেন ও বোয়েটিং ইনজুরিতে পড়লে। গোল মিস বায়ার্ন কোচ বলেন, ‘আমরা ম্যাচে অনেক সুযোগ পেয়েছি, তবে তা কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের সুযোগের সুবিধাগুলো নিয়ে পারিনি।’

রোবেন ও বোয়েটিং ইনজুরি নিয়ে এই কোচ আরও বলেন, ওই দুইজনের ইনজুরি নিয়ে এখনো কিছুই বলা যাচ্ছে না। বৃহস্পতিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে তাদের হারানো হবে ক্ষতিকর।

ঘরের মাঠে হারলেও বায়ার্নের সামনে এখনো সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। আর রিয়ালের মাঠে জিততে সবকিছুই করবে তারা, এমনটা জানিয়ে কোচ আরও বলেন, ‘এই জয়ে মাদ্রিদ এগিয়ে থাকবে, তবে আমরা ঘুরে দাঁড়ানোর জন্য সবকিছুই করবো।’

এমআর/জেআইএম

Advertisement