খেলাধুলা

২০১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইসিসি এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে তার আগেই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ইসপিএনক্রিকইনফো। ক্রিকেটের এই ওয়েব সাইটটি জানিয়েছে কলকাতায় অনুষ্ঠিত সভায় ২০১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এখন কেবল আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়।

Advertisement

২০১৯ বিশ্বকাপটি শুরু হচ্ছে হাইভোল্টেজ এক লড়াই দিয়ে। ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে পঞ্চমবারের মতো বিশ্বকাপ ফাইনাল আয়োজন করবে ইংলিশরা। সেমি ফাইনালের দুইটি ম্যাচ এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৬৮ দিনের টুর্নামেন্টে মোট ৪৮টি ম্যাচ। ইংল্যান্ড এবং ওয়েলসের ১১টি ভেন্যুতে খেলা হবে ম্যাচগুলো।

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন। নিজেদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগাররা। ৫ তারিখ একই ভেন্যুতে নিজেদের একমাত্র দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফিবাহিনী। এরপর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ ৮ জুন, কার্ডিফে। ২ জুলাই বার্মিংহামে ভারত এবং ৫ জুলাই গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নামবে টাইগাররা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের পর আইসিসির বড় কোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মহারণ দেখা যাবে ১৬ জুন। ম্যানচেস্টারে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বিরাট কোহলির দল।

Advertisement

এছাড়া ১৯৯২ সালে যে ফরমেটে খেলা হয়েছিল, সেই আদলেই ফিকশ্চার সাজানো হচ্ছে ২০১৯ বিশ্বকাপের। বিশ্বকাপে অংশ নেয়া ১০ দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে খেলবে। এখান থেকে পয়েন্টের ভিত্তিতে সেরা চার দল সরাসরি খেলবে সেমিফাইনাল।

এমআর/আরআইপি