জাতীয়

যুদ্ধাপরাধের বিচার বিশেষ গতি পেল : অ্যাড. হুমায়ুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার বিশেষ গতি পেল। সাকার বিরুদ্ধে আপিল বিভাগ সর্বোচ্চ সাজা বহাল রাখা প্রসঙ্গে তিনি জাগো নিউজের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, য্দ্ধুাপরাধের বিচারের ক্ষেত্রে এই রায়টি ঐতিহাসিক। সালাউদ্দিন কাদের চৌধুরী নানা সময়ে বিচারকে চ্যালেঞ্জ করে আদালত প্রসঙ্গে কটুক্তি করেছিলেন। তিনি মুক্তিযুদ্ধকে অবমাননা করেছেন। তার এই রায় মুক্তিযুদ্ধকে সম্মানিত করেছে বলে মনে করি। তিনি আরো বলেন, বিএনপি এই বিচার প্রক্রিয়া নিয়ে বরবরাই ধুম্রজালের সৃষ্টির অপচেষ্টা করেছে। এই রায় সেই ধুম্রজাল নিরসন করবে। বিএনপির উচিত বিচারের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করা। এএসএস/এসএস/এমএস

Advertisement