খেলাধুলা

চেন্নাইকে ২০৬ রানের লক্ষ্য দিল ব্যাঙ্গালুরু

দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ২০৬ রানের লক্ষ্য দিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে বিরাট কোহলির দল।

Advertisement

প্রায় প্রতি ম্যাচেই ব্যাটসম্যানদের ব্যর্থতা। এ কারণে, আজ নিজেই ইনিংস ওপেন করতে নেমে গিয়েছিলেন বিরাট কোহলি। যদিও তেমন কোনো সুবিধা করতে পারেননি। ১৫ বল খেলে মাত্র ১৮ রানে আউট হয়ে যান তিনি। এরপরই কুইন্টন ডি কক আর এবি ডি ভিলিয়ার্স মিলে দুর্দান্ত জুটি গড়ে তোলেন।

৩৭ বলে ১ বাউন্ডারি আর ৪ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন ডি কক। এবি ডি ভিলিয়ার্স তো ছক্কা ঝড় তোলেন রীতিমত। ৩০ বলে ২ বাউন্ডারি আর ৮ ছক্কায় ৬৮ রান করেন তিনি। মানদ্বীপ সিং ১৭ বলে খেলেন ৩২ রানের ইনিংস। ৪ বলে ১৩ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর।

চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন শার্দুল ঠাকুর, ইমরান তাহির এবং ডোয়াইন ব্র্যাভো।

Advertisement

আইএইচএস/বিএ