খেলাধুলা

মক্কায় জমি পাচ্ছেন মোহামেদ সালাহ!

মিশরীয় কিং মোহামেদ সালাহ। রাজত্ব করছেন এখন ইংলিশ ফুটবলে। রাজদণ্ডটা এবার হাতে নিতে চলেছেন পুরো ইউরোপেরই। আর তো মাত্র দুটি ধাপ। এরপরই হয়তো মোহামেদ সালাহর হাত ধরে ইতিহাস গড়ে ফেলবে ইংলিশ ক্লাব লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষ ২ গোল করার পাশাপাশি ২টি অ্যাসিস্টও করেছেন তিনি। রোমাকে হারিয়েছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে। মাত্রই তো কয়েকদিন আগে তিনি জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার।

Advertisement

এমন এক ফুটবলারের মহান কৃতিত্বে যারপরনাই মুগ্ধ সৌদি আরব কর্তৃপক্ষ। মিশরীয় এই মুসলিম ফুটবলার শুধু খেলাতেই পারদর্শী নন, তিনি একজন ধর্মভীরু মুসলমানও বটে। তার প্রাত্যহিক কাজকর্মে তারই প্রমাণ পাওয়া যায়। ব্যাপারটা আরও বেশি মুগ্ধ করেছে মক্কা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট ফাহাদ আল রওকিকে। খবরটা দিয়েছে, ব্লেচার রিপোর্ট।

এ জন্য জনাব ফাহাদ মোহামেদ সালাহকে মক্কায়, মসজিদুল হারামের বাইরে একখণ্ড জমি দান করতে চান। সৌদি পত্রিকা সাবক’কে নিজের এই প্রতিশ্রুতির কথা জানান ফাহাদ রওকি। তিনি বলেন, ‘এই মিশরীয় (মোহামেদ সালাহ) যুক্তরাজ্যে ইসলামের একজন অসাধারণ দূত। তার জন্য আমাদের এই অবস্থান তরুণ প্রতিভাদের এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা সৃষ্টি করবে।’

তবে কী ধরনের জমি দান করা হবে সেটা নিয়ে একটু সমস্যা রয়েছে। ফাহাদ আল রওকি বলেন, ‘জমির ধরণ নিয়ে পছন্দ-অপছন্দের বিষয় রয়েছে। রয়েছে সৌদি সরকারের নিয়ম। প্রথমত, সৌদি নিয়মানুসারে অধিনায়ক সালাহকে কী ধরনের জমি দেয়া যাবে কিংবা দেয়া যাবে কি না, সেটা নিশ্চিত হওয়া। যদি সৌদি নিয়ম অনুসারে জমি দেয়ার কোনো সুযোগ থাকে, তাহলে মসজিদুল হারামের ঠিক বাইরেই সালাহের জন্য সেই একখণ্ড জমির স্থান নির্ধারণ করা হবে। কিংবা, এমনও হতে পারে, যদি সৌদি সরকারের নিয়মানুসারে জমি দেয়া না যায়, তাহলে মোহামেদ সালাহের নামে একটি মসজিদ নির্মাণ করা হবে।’

Advertisement

অন্য একটি নিয়মেও হয়তো বা সৌদিতে জমির মালিক হতে পারেন সালাহ। সেটা হলো, তিনি যদি নিজে থেকে জমির জন্য আবেদন করেন, তখন তার কাছে জমি বিক্রি করা হবে। এ নিয়মে যদি পারা যায়, তাহলে ফাহাদ আল রওকি নিজেই তা প্রক্রিয়া করে দেবেন।

লিভারপুলের হয়ে নিজের প্রথম মৌসুমেই ফুটবল দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন মোহামেদ সালাহ। উয়েফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টেই তার স্বীকৃতি দেয়া হয়েছে। এখনও পর্যন্ত লিভারপুলের হয়ে ৪৭ ম্যাচ খেলে করেছেন ৪৩ গোল এবং ১৩টি করেছেন অ্যাসিস্ট। যে কারণে, প্রিমিয়ার লিগের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।

মোহামেদ সালাহ হলেন টানা তৃতীয় মুসলিম ফুটবলার, যারা টানা তিন বছর প্রিমিয়ার লিগের বর্ষসেরার পুরস্কার জিতেছেন। ২০১৫-১৬ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন লেস্টার সিটির আলজেরিয়ান ফুটবলার রিয়াদ মাহারেজ। ২০১৬-১৭ মৌসুমে পুরস্কারটা উঠেছিল চেলসির ফ্রেঞ্চ ফুটবলার এনগোলা কান্তের হাতে। এবার উঠলো লিভারপুলের মিশরীয় ফুটবলার মোহামেদ সালাহ’র হাতে।

যেভাবে খেলে যাচ্ছেন, এই ফর্ম যদি সালাহ ধরে রাখতে পারেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ পর্যন্ত, তাহলে হয়তো বা ব্যালন ডি’অরেরও অন্যতম দাবিদার হয়ে উঠবেন তিনি।

Advertisement

আইএইচএস/জেআইএম