ক্যাম্পাস

বেরোবিতে বাধ্যতামূলক হচ্ছে রোকেয়া বিষয়ক অধ্যয়ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পাঠ্যসূচিতে নতুন পাঠ্য বিষয় হিসেবে যোগ হচ্ছে  ‘রোকেয়া স্টাডিজ’ কোর্স। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের সকল শিক্ষার্থীর জন্য ননক্রেডিট এবং বাধ্যতামূলক ‘রোকেয়া স্টাডিজ’ কোর্সটি পরিচালিত হবে।

Advertisement

সভায় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো. ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম প্রমুখ। এদিকে দীর্ঘদিন ধরে বেগম রোকেয়ার বিষয়ে পাঠদান বাধ্যতামূলক করার দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কোর্সটি চালুর মাধ্যমে মহীয়সী নারী বেগম রোকেয়ার কর্ম, আদর্শ ও চেতনার আলো বিকশিত হবে বলে দাবি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের।

সজীব হোসাইন/আরএআর/আরআইপি

Advertisement