খেলাধুলা

জেনে নিন বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি

নানা লুকোছাপের পর অবশেষে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। ৩০শে মে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের ১২তম আসরের। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষও দক্ষিণ আফ্রিকা, ম্যাচটি হবে জুনের তারিখে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন।

Advertisement

১৯৯২ সালের বিশ্বকাপের ফরমেটে হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচ খেলবে টাইগাররা। যার শুরুটা হবে লন্ডনের ওভালে। বিশ্বকাপ শুরুর চতুর্থ দিন, ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাশরাফিবাহিনী। প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি হবে ৫ জুলাই তারিখে।

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি২ জুন, ২০১৯, বনাম দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল৫ জুন, ২০১৯, বনাম নিউজিল্যান্ড, দ্য ওভাল (দিবারাত্রি)৮ জুন ২০১৯, বনাম ইংল্যান্ড, কার্ডিফ১১ জুন ২০১৯, বনাম শ্রীলংকা, ব্রিস্টল১৭ জুন ২০১৯, বনাম ওয়েস্ট ইন্ডিজ, ট্যান্টন২০ জুন ২০১৯, বনাম অস্ট্রেলিয়া, নটিংহ্যাম২৪ জুন ২০১৯, বনাম আফগানিস্তান, সাউদাম্পটন২ জুলাই ২০১৯, ভারত, বার্মিংহাম৫ জুলাই ২০১৯, বনাম পাকিস্তান, লর্ডস

এছাড়া ২০১৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচের সূচি৩০ মে, ২০১৯ (উদ্বোধনী ম্যাচ): ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, দ্য ওভাল১৬ জুন : ভারত-পাকিস্তান, ওল্ড ট্র্যাফোর্ড১৯ জুন : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, লর্ডস২৯ জুন : অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, লর্ডস৯ জুলাই : সেমিফাইনাল-১, ওল্ড ট্র্যাফোর্ড১১ জুলাই : সেমিফাইনাল-২, এজবাস্টন১৪ জুলাই : ফাইনাল, লর্ডস

Advertisement

এসএএস/আইএইচএস/জেআইএম