খেলাধুলা

২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ২৫ বছরের যুবক আমি : শচীন

মঙ্গলবার ছিল ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের ৪৫তম জন্মদিন। আইপিএলে এদিন তার দল মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ থাকায় মাঠে বসেই নিজের জন্মদিন উদযাপন করেন এই ব্যাটিং কিংবদন্তী। সেই ম্যাচে আরেক ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণের সাথে সাক্ষাতকারের আদলে হাস্যরসে মাতেন শচীন।

Advertisement

ম্যাচে লক্ষ্মণের সানরাইজার্স হায়দরাবাদের কাছে শচীনের মুম্বাই পরাজিত হয়। তবে দুজনের কথাবার্তায় ছিল না এর ছাপ। ভারতীয় দলে দীর্ঘসময় একসাথে খেলায় এবং হোটেল রুম শেয়ার করায় একে অপরের খুব ভালো বন্ধু শচীন এবং লক্ষ্মণ। নিজেদের সাক্ষাতকারেও সেই ছাপ রাখেন দুজন।

প্রথমেই শচীনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানান লক্ষ্মণ। জিজ্ঞেস করেন, ‘শচীন, তুমি তো আজ (মঙ্গলবার) ৪৫ বছর পূরণ করে ফেললে। তবে তোমার ফিটনেস এখনো দারুণ। কেমন বোধ করছো?’ শচীন চটপট উত্তর দেন, ‘দেখো লক্ষ্মণ! তুমি বয়সের দিকে যেও না, আমি এখনো ২৫ বছরের যুবক। তবে আমার সাথে ২০ বছরের অভিজ্ঞতাও রয়েছে।’

শচীনের এই কথার সাথে সায় দেন লক্ষ্মণ। তিনি বলেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি, সে এখনো ঠিক সেদিনের মতোই আছে। ১৯৯৬ সালে আমি যখন তাকে প্রথমবারের মতো দেখি। আমি খুবই সৌভাগ্যবান যে সেদিন ননস্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে তাকে দেখতে পেরেছিলাম।’

Advertisement

ঘরের মাঠ মুম্বাইতে জন্মদিন উদযাপনের ব্যাপারে শচীন বলেন, ‘ওয়াংখেড়ে আমার জন্য বিশেষ কিছু, কারণ এখানেই আমার সবকিছুর শুরু। এখানেই আমি প্রথমবারের মতো প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলাম, এখানেই বিশ্বকাপ ফাইনালে মাঠে নেমেছিলাম। এমনকি ক্যারিয়ারের শেষ ম্যাচটাও ওয়াংখেড়ের উইকেটে চুমু খেয়ে শেষ করেছিলাম। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত অনেক বেশি মূল্যবান। জন্মদিনে এখানে থাকতে পেরে আমি আপ্লুত।’

এসএএস/এমএমআর/এমএস