সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌ-ডাকাতরা মারপিট করে পাট ব্যবসায়ীদের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, ওই এলাকায় নৌ-পুলিশের টহল থাকার কথা থাকলেও ঘটনার সময় পুলিশকে দেখা যায়নি বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন।ভুক্তভোগী পাট ব্যবসায়ী নায়েব আলী অভিযোগ করে জানান, বুধবার সকাল ৯টার দিকে কাজিপুরের মেঘাই ঘাট থেকে একটি ভাড়া করা নৌকায় ৮ জন ব্যবসায়ী পাট কেনার জন্য চরাঞ্চলের নাটুয়ারপাড়া হাটে যাচ্ছিলেন। নৌকাটি তেকানী চর এলাকায় পৌঁছালে সেখানে অন্য একটি নৌকায় আগে থেকে ওৎ পেতে থাকা ৮/১০জনের একটি ডাকাত দল তাদের উপর হামলা চালায়। এ সময় ডাকাতরা মারপিট করে ব্যবসায়ীদের কাছে থাকা প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, যমুনা নদীর চর এলাকায় ডাকাতির ঘটনা শুনেছেন। ডাকাতরা টাঙ্গাইলের ভুয়াপুর এলাকা থেকে এসেছিলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ মামলা করতে আসেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ব্যাবসায়ীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, উপজেলার ৬টি নৌকা ঘাটের জন্য একটি মাত্র টহল টিম নদীতে নিরাপত্তার জন্য কাজ করে। ডাকাতির সময় টহল দল অন্যস্থানে ছিলো বলেই ব্যবসায়ীরা টহল দলকে দেখতে পায়নি। বাদল ভৌমিক/এসএস/এমএস
Advertisement