সেক্টরস কমান্ডারস ফোরাম এর মহাসচিব হারুন হাবিব বলেছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আপিল বিভাগের এ রায় ঐতিহাসিক। আমরা আশা করবো রায় কার্যকরের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।বুধবার উচ্চ আদালতের আপিল বিভাগে চুড়ান্ত রায়ে সাকা চৌধুরীর ফাঁসি বহাল রাখা হয়। এই রায়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।তিনি বলেন, এটাই প্রথম বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে চূড়ান্ত রায়। বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের চেতনার দল। কিন্তু তাদের কার্যাকলাপে তা প্রমাণিত হয় না।কারণ হিসেবে তিনি বলেন, আমরা আশা করেছিলাম ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছিল তখনই বিএনপির উচিত ছিল স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে তাকে বহিষ্কার করা। কিন্তু বিএনপি তা করে নি।উচ্চ আদালতের আপিল বিভাগে ফাঁসির রায় বহাল থাকায় আমরা আশা করছি বিএনপি সাকা চৌধুরিকে বহিষ্কার করে নিজেদের নামের প্রতি সুবিচার করবেন। জেইউ/এআর/এএইচ/এমএস
Advertisement