খেলাধুলা

ব্যর্থতার দায় নিয়ে দিল্লির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন গম্ভীর

৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়। রান রেট -১.০৯৭। পয়েণ্ট টেবিলের একেবারে তলানীতে দিল্লি ডেয়ারডেভিলস। সব মিলিয়ে খুবই বাজে অবস্থা আইপিএলে এবারের দলটির। এ কারণে দিল্লির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর। তার পরিবর্তে দিল্লিকে আইপিএলের বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন স্রেয়াশ আয়ার।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সকে দীর্ঘ কয়েক বছর নেতৃত্ব দিয়ে দুটি আইপিএল শিরোপা উপহার দেয়ার পর এবার গম্ভীর নাম লেখান দিল্লিতে। ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষও তার কাঁধে নেতৃত্বের ভার চাপিয়ে দেয়; কিন্তু আইপিএলের শুরুটা হলো তাদের খুবই বাজে। নিজেও খুব বাজে ব্যাটিং করেছেন গম্ভীর। ৫ ইনিংস ব্যাট করে নিয়েছেন মাত্র ৮৫ রান।

দিল্লির এই বাজে অবস্থার জন্য নিজের ঘাড়েই পুরো দায়িত্ব তুলে নিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ‘আমরা এখন যে অবস্থায় রয়েছি, এর জন্য পূর্ণ দায়িত্ব আমার। এই অবস্থার দিকে তাকিয়েই আমি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। স্রেয়াশ আয়ার নেতৃত্বভার গ্রহণ করবেন এবং আমি নিশ্চিত করছি, এখনও আমরা একটি দল হিসেবে খেলতে পারলে অনেক দুর যেতে পারবো।’

দিল্লির কোচ রিকি পন্টিং বলেন, ‘দলকে সামনে এগিয়ে দিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গম্ভীরকে ধন্যবাদ জানাই। এ কারণে তার প্রতি শ্রদ্ধা। আয়ারের অধিনায়কত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন রয়েছে।’

Advertisement

আইএইচএস/এসএম