রাজনীতি

রায় দ্রুত কার্যকরের দাবি শাহজাহান খানের

মানবতা বিরোধী মামলার আপিলের রায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।  বুধবার  আপিল বিভাগ রায় বহাল রাখার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মানববন্ধনটির আয়োজন করে। শাহজাহান খান বলেন, গণহত্যাকারীর বিচার হয়েছে। এই রায় দ্রুত কার্যকরার করার আহ্বান জানাচ্ছি। সাকা চৌধুরী একজন কুরুচী সম্পন্ন মানুষ, জঘন্য মানুষ। তার হাসির সঙ্গে ১৯৭১ সালের জানোয়ারদের হাসির মিল খুজে পাওয়া যায়। এই রায় কার্যকর হলে জাতি কলঙ্কমুক্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। নৌ-পরিবহন মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়াও গণহত্যাকারীদের নায়িকা। বিশেষ আদালতে তার বিচার করতে হবে। যিনি মানুষ খুন করে গণতন্ত্র হত্যা করতে চান তার বিরুদ্ধে জনগণ রয়েছে। এমএম/এএইচ/এমএস

Advertisement