হায়দরাবাদের বিপক্ষে জয়ের জন্য মুম্বাইয়ের প্রয়োজন ছিল মাত্র ১১৯ রানের। তবে নিজেদের মাঠে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মামুলি ব্যাপারটাই শেষ পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করলো। রশিদ খান-সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৫ ওভারে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে তাদের পরাজয় ঘটলো ৩১ রানের ব্যবধানে।
Advertisement
এদিকে ম্যাচ হারের পর সব দোষ নিজেদের কাঁধেই নিয়েছেন মুম্বাই দলপতি রোহিত শর্মা। ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ে হতাশ হলেও, মোস্তাফিজদের বোলিংয়ের প্রশংসায় ভাসিয়েছেন এই অধিনায়ক।
ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, ‘দোষটা আমাদেরই। যে কোন উইকেটেই ১১৮ রান আমরা চেজ করতে পারতাম। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছি, তাতে আমি দারুণ খুশি, তারা তাদের কাজটা অসাধারণ ভাবে করেছে। কিন্তু আরেকবার ব্যাটসম্যানরা আমাদের হতাশ করেছে।’
এদিকে ম্যাচ হারলেও সাকিবদের প্রশংসা করতে ভুলেননি মুম্বাই অধিনায়ক। এ নিয়ে রোহিত আরও বলেন, ‘আমার অনেক কিছুই বলার আছে, তবে বলছি না। আমরা আমাদের মাথা খাটিয়ে খেলিনি। আমাদের আরও ধৈর্য ধরে খেলা উচিত ছিল। আমরা জানি এটা কঠিন লক্ষ্য ছিল। শট খেলা সহজ ছিল না। আমাদের একটা ভালো শুরুর দরকার ছিল। তারা ঠিক জায়গায় বোলিং করেছে। আমরা অনেকেই বাজে শট খেলেছি, এমনকি আমিও।’
Advertisement
এমআর/পিআর