একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী নির্দোষ বলে দাবি করেছেন তার ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী।তিনি বলেন, আমার বাবা সম্পূর্ণভাবে নির্দোষ। আশা করি একদিন এ সত্য প্রমাণ হবেই। মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে ফাঁসি দেওয়া যায় না। এটি অন্যায় । প্রসঙ্গত, একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন ও দেশান্তরসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের চুড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।বুধবার সকাল ৯টা পাঁচ মিনিটের দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ বেঞ্চ জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ড বহাল রেখে সাকার আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করেন।উল্লেখ্য, গত ১৬ জুন তার মামলার আপিল শুনানি শুরু হয়। প্রথমে শুনানি শুরু করে ট্রাইব্যুনালের রায়, সাক্ষীদের সাক্ষ্য এবং রায় সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) উপস্থাপন করছে আসামিপক্ষ। এরপর উভয়পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে।২০১৩ সালের ২৯ অক্টোবর মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সালাউদ্দিন কাদেরের খালাস চেয়ে আপিল দায়ের করেন তার আইনজীবীরা।আপিল আাবেদনে মোট ১ হাজার ৩২৩ পৃষ্ঠার নথিপত্রের ডকুমেন্টসহ দাখিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষে সালাউদ্দিনের বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা হয়নি।২০১৩ সালের ১ অক্টোবর মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।এফএইচ/এআরএস/এমএস
Advertisement