বিচার বিভাগ নিয়ে বিভ্রান্তিমূলক কলাম প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠের প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।আগামী ৩ আগষ্ট এ আপিল বিভাগে হাজির হয়ে মন্তব্য কলাম প্রকাশের বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। চলতি মাসের ১৬ জুলাই ‘সাকার পরিবারের তৎপরতা। পালাবার পথ কমে গেছে’ শিরোনামে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় একটি কলাম প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। যার লেখক নির্বাহী সম্পাদক স্বদেশ রায়। কলাম বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি করেছে। তলবের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচার বিভাগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠে। এতে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এটা আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুল জারি করেছেন। এবং ৩ আগস্ট সম্পাদক-প্রকাশক আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন।সাকা চৌধুরীর পরিবারের সঙ্গে বিচারপতিদের বৈঠক হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটি সত্যি হলে আজ রুল জারি হতো না। এফএইচ/এএইচ/এমএস
Advertisement