জাতীয়

১৪ মাসেও পোস্টিং হয়নি ৬০০ মিডওয়াইফের

পিএসসির সুপারিশ সত্ত্বেও ১৪ মাসেও পোস্টিং হয়নি ৬০০ মিডিওয়াইফের (ধাত্রী)। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ অভিযোগ জানান তারা।

Advertisement

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাহিদা মোতাবেক বাংলাদেশ কর্মকমিশন (বিপিএসসি) ২০১৬ সালের নভেম্বর মাসে (দশম গ্রেড) নন-ক্যাডার ৬০০ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরপর লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর বিপিএসসি ২০১৭ সালের মার্চ মাসে চূড়ান্তভাবে সুপারিশ করে ৬০০ মিডওয়াইফকে পোস্টিং এর জন্য। পুলিশ ভেরিফাই ও মেডিকেল টেস্ট শেষ হওয়ার পর সব মিলিয়ে ১৪ মাস অতিবাহিত হলেও যথাযথ কর্তৃপক্ষ তাদের পোস্টিং দেয়নি।’

‘মিডওয়াইফ মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে উন্নত দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে’ উল্লেখ করে তারা বলেন, ‘এমন অবস্থায় মিডওয়াইফরা পোস্টিংয়ের জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেও সুফল পায়নি। অনেক মিডওয়াইফরা প্রায় ২ বছর যাবত বসে আছেন। চাকরি হয়েছে বলে কোনো বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি হচ্ছে না। ’

আগামী ৫ মে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ৬০০ জন মিডওয়াইফকে পোস্টিং দিয়ে দিবসটিকে স্মরণীয় করে রাখতে দাবি জানান তারা।

Advertisement

সমাবেশে মিডওয়াইফদের পক্ষে উপস্থিত ছিলেন সুরাইয়া ইসমিন, সোনিয়া আক্তার, শারমিন আক্তার, রুমানা হক, স্মৃতি বিশ্বাস প্রমুখ।

এএস/এসআর/আরআইপি