মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগে দিনাজপুর থেকে সকল রুটে যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। সোমবার দুপুর ১ টা থেকে তারা এই কর্মসূচী পালন করছে। এছাড়া পুণ:নির্বাচনের সিদ্ধান্ত না হলে জেলায় যানবাহন চলাচল করতে দেওয়া হবে না বলে হুমকী দিয়েছে শ্রমিকরা।সাধারন শ্রমিকরা জানায়, গত ২৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার কার্ড (পরিচয়পত্র) জমা দেওয়ার পরে নির্বাচনী ব্যালট পেপার ভোটারদেরকে দিবে এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনের একদিন পর সোমবার ভোটাররা জানতে পারে, যতজন শ্রমিক তাদের কার্ড জমা দিয়েছে তার চেয়ে ব্যালট পেপারের সংখ্যা বেশি। এতে সাধারন শ্রমিক বিক্ষুব্ধ হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগে জেলার সকল রুটে যান চলাচল বন্ধ করে দেয়। পাশাপাশি তারা নির্বাচনী ব্যালট পেপার রক্ষিত কক্ষে তালা মেরে দেয়।সাধারন শ্রমিকরা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত না হবে ততক্ষণ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এই ঘটনায় যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Advertisement