জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগ করেছেন।

Advertisement

মঙ্গলবার সকালে তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ফেসবুকের উপর অনেক অত্যাচার হয়েছে সারারাত। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল লন্ডনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সবুজ পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছেন তারেক রহমান।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সেই তারেক রহমান কীভাবে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।’

তার এমন বক্তব্যের পর তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব বর্জনের খবর ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদসহ দলের নেতারা।

এরপর সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের হোম অফিসের মাধ্যমে তারেক রহমানের পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশনে জমা দেয়ার একটি নথি দেখিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘তার হিসাবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন আর বাংলাদেশের নাগরিক নন।’

এমবিআর/এমএস

Advertisement