দেশজুড়ে

ফেনীতে ১২শ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফেনী সদর উপজেলার শর্শদীতে এক হাজার দুইশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের দক্ষিণ আবুপুর, উত্তর আবুপুর, শর্শদী ইউনিয়ন পরিষদ ও আবুপুর সরকাি প্রাথমিক বিদ্যালয়ে বন্যাদুর্গতদের মাঝে ত্রান বিতরণ করা হয়।স্থানীয়রা জানান, সপ্তাহব্যাপি টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় শর্শদী ইউনিয়নের উত্তর আবুপুর, দক্ষিণ আবুপুর, উত্তর খানেবাড়ি, কুমিরা, মোল্লাপাড়া গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে এলাকার প্রায় ১২ হাজার মানুষ।এদিকে ত্রাণ বিতরণের খবর পেয়ে ইউনিয়নের দক্ষিণ আবুপুর, উত্তর আবুপুর, শর্শদী ইউনিয়ন পরিষদ ও আবুপুর সরকাি প্রাথমিক বিদ্যালয়ে ভিড় জমায় বন্যাপীড়িতরা। পরে বানভাসী মানুষের হাতে ত্রান বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর ইসলাম।ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জাগো নিউজকে বলেন, পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে। পানিবন্দী সকল পরিবারের কাছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে।জহিরুল হক মিলু/বিএ

Advertisement