জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়াতে ‘ইলিশ উন্নয়ন ট্রাস্ট তহবিল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সকালে মৎস্য ভবনে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ কথা বলেন। ইলিশের উৎপাদন বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার টন এবং এই উৎপাদন আরো বাড়ানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, এবার মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’। ৩ আগস্ট পর্যন্ত এ মৎস্য সপ্তাহ পালিত হবে। মৎস্য সপ্তাহের মূল লক্ষ্য হচ্ছে, মৎস্য সম্পদে ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি আরো জোরদার করা। মৎস্য সপ্তাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।দেশের সমুদ্রসীমায় আইনগত অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ইলিশের উৎপাদন বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গভীর সমুদ্র থেকে টোনা মাছ ধরার জন্য সরকার লং-লাইনার বাণিজ্যিক ফিশিং ট্রলার চালুর উদ্যোগ নিয়েছে। বঙ্গোপসাগরের ব্লু-ইকোনমিক জোনে প্রথমবার ২০১৫ সালে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাণিজ্যিক ট্রলারের সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সেলিনা আফরোজা এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন।এসএইচএস/আরআইপি
Advertisement