কৌতুক- এক : একটা মজার কথা কমু
Advertisement
কফিল আর কুতুব অফিস শেষে ফ্ল্যাটে আসতেছে-
কফিল : কি রে কুতুব, লিফট বন্ধ ক্যান?
কুতুব : মনে হয় লিফট নষ্ট হইছে।
Advertisement
কফিল : হায় হায়! এহন তাইলে ১৯০ তলায় উঠমু ক্যামনে?
কুতুব : সমস্যা নাই। সিঁড়ি দিয়া উঠমু!
কফিল : আমি পারমু না।
কুতুব : শোন, আমি একটা মজার কথা কমু আর সিঁড়ি দিয়া উপরে উঠতে থাকমু। আমার মজার কথা শেষ হইলে তুই একটা দুঃখের কথা বলবি। এইভাবে কথা কইতে কইতে আমরা ১৯০ তলায় উইঠা যামু।
Advertisement
কফিল : আচ্ছা ঠিক আছে।
কুতুব মজার কথা শুরু করে। মজার কথা শেষ করে-
কুতুব : দেখছস আমরা এহন কথা কইতে কইতে ১৬০ তলায় আইসা পড়ছি। এহন তুই একটা দুঃখের কথা কইতে থাক।
কফিল : দুঃখের কথা আর কী কমু, ফ্ল্যাটের চাবি তো গাড়িতে রাইখা আইছি।
আরও পড়ুন- আজকের কৌতুক : কৌশলে চোরকে ধোলাই
****
কৌতুক- দুই : অতো বড় গ্লাস পাওয়া যায় না
চিকিৎসক : রোজ মদ খাও, বেশি খাওয়া ভালো নয়। দেখছো তো, শরীর ভালো নয়। মদের মজা নিতে হলে শরীর ঠিক রাখতে হয়। লিমিট থাকা ভালো। দিনে কয় পেগ খাও?
মদন : শুধু রাতের বেলায় আট পেগ।
চিকিৎসক : না না আট নয়, ওটাকে চার করতে হবে। আর এক সপ্তাহ পর দেখা করে যাবে।
এক সপ্তাহ পর-
চিকিৎসক : কেমন আছেন?
মদন : ভালো।
চিকিৎসক : চার পেগই তো? কেমন লাগছে?
মদন : খুবই ভালো লাগছে।
চিকিৎসক : ঠিক আছে, ওটাকে দুই পেগে নামিয়ে আনুন। আর এক সপ্তাহ পর দেখা করে যাবেন।
আরও পড়ুন- আজকের কৌতুক : মশা মারতে নিজেই বিষ খেলো
এক সপ্তাহ পর-
চিকিৎসক : কেমন আছেন?
মদন : ভালো।
চিকিৎসক : দুই পেগই তো? কেমন লাগছে?
মদন : দারুণ, খুবই ভালো লাগছে।
চিকিৎসক : ঠিক আছে, ওটাকে এক পেগে নামিয়ে আনুন। আর এক সপ্তাহ পর দেখা করে যাবেন।
মদন : না ডাক্তার বাবু, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। আমি আগে এক বোতল মদকে আট পেগ বানাতাম। আপনি বললেন চার করলাম। এরপর আপনি বলায় চার থেকে দুই করলাম। এখন দুই থেকে এক সম্ভব নয়।
চিকিৎসক : কেন সম্ভব নয়?
মদন : কারণ বাজারে অতো বড় গ্লাস পাওয়া যায় না, যাতে এক বোতল মদ এক পেগ বানানো যায়।
এসইউ/জেআইএম