আন্তর্জাতিক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ ব্রিটিশ হজযাত্রী নিহত

সৌদি আরবে একটি বাস এবং একটি জ্বালানী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার ব্রিটিশ হজযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। রোববার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি।

Advertisement

শনিবার সৌদির পশ্চিমাঞ্চলীয় আল খালাস শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসে করে পবিত্র নগরী মক্কার দিকে যাচ্ছিলেন হজযাত্রীরা। সে সময় তাদের বাসের সঙ্গে একটি জ্বালানী ট্যাংকারের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে লন্ডনে নিযুক্ত সৌদি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় হতাহতদের স্বজনদের দ্রুত জরুরি ভিসা অনুমোদন করবে।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, আহতদের মক্কার একটি হাসপাতালে নেয়া হয়েছে। তাদের সুস্থতার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

ব্রিটেনে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত মোহাম্মেদ বিন নওয়াফ এক টুইটে হতাহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। দূতাবাসের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ১৭ জন হজযাত্রী ছিলেন।

টিটিএন/জেআইএম