আফগানিস্তানে ভোটার নিবন্ধনের দুটি কেন্দ্রে রোববার বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জন হয়েছে। দেশটির রাজধানী কাবুলে প্রথম হামলাটি হয়। আর দ্বিতীয় হামলাটি হয় বাঘলান প্রদেশে। দুই হামলায় আহত হয়েছে শাতাধিক। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
Advertisement
কাবুলের হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। তবে বাঘলানের হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
কাবুলের দস্ত-ই বারছি এলাকায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন এক হামলাকারী। এ বিস্ফোরণে প্রথমে অন্তত ৩১ জন নিহত ও ৫৪ জনের বেশি মানুষ আহতের খবর পাওয়া গিয়েছিল। এখন কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে।
বাঘলান প্রদেশে পুল-ই কামরি শহরে ভোটার নিবন্ধন কেন্দ্রের পাশে রাস্তায় পুতে রাখা বোমা বিস্ফোরণে মারা গেছেন ৬ জন। এরা সবাই একই পরিবারের সদস্য।
Advertisement
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছেন, ‘কাবুলে পদচারী এক বোমা হামলাকারী ভোটার নিবন্ধন কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি বছরে দেশটির জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের নিবন্ধন কার্ড সরবরাহ করা হচ্ছিল।’
সূত্র : আল-জাজিরা
জেডএ
Advertisement