জাতীয়

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি ২৮ এপ্রিল

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঋণ চুক্তি সই হবে ২৮ এপ্রিল। চীনের বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষর হবে। চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে।

Advertisement

রোববার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) ভবনে আয়োজিত পলিসি অ্যানালাইসিস বিষয়ক সেমিনার ও কোর্স সমাপনকারীদের সনদ বিতরণ অনুষ্ঠানে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।

রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘অনেক প্রতীক্ষার পর এই ঋণ চুক্তি হতে যাচ্ছে। আমাদের সব প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ হয়েছে। চুক্তি হলেই মূল কাজ শুরু হবে।’

Advertisement

চলমান আরও কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, ‘সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। কক্সবাজারে নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। বরিশালের পায়রা বন্দর পর্যন্ত রেললাইন নির্মিত হবে। বিদ্যমান রেললাইনকে পর্যায়ক্রমে ডাবল লাইন করা হবে। আরও অনেক কোচ এবং ইঞ্জিন আনার ব্যবস্থা করা হচ্ছে।’

সেমিনারের বিষয়ে মুজিবুল হক বলেন, ‘নীতির বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ব্যতিত সঠিক উন্নয়ন সম্ভব না। সঠিক নীতি প্রণয়ন এবং এর বাস্তবায়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব।’

সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থার ৩১ জন প্রতিনিধি কোর্স সমাপ্ত করেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জা আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন।

Advertisement

আরএমএম/জেএইচ/আরআইপি