জাতীয়

ফরমালিন পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়ে ডিএমপির উদ্যোগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান ফরমালিন বিরোধী অভিযানকে অচিরেই স্থায়ী কাঠামোতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ  রাজধানী ঢাকার ২৩৪টি বাজারে স্থায়ীভাবে ০১টি করে ফরমালিন পরীক্ষার বুথ প্রতিষ্ঠা করবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েব সাইট থেকে জানা যায়, বুথগুলোতে ফরমালিন পরীক্ষা করার জন্য উচ্চতর পর্যায়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদেরকে সম্পৃক্ত করতে চায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় অধ্যয়নরত বা বসবাসরত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখানে খন্ডকালীন কাজের সুযোগ গ্রহণ করে পড়াশুনার পাশাপাশি যৎসামান্য আয় করতে পারবেন।আরও জানা যায়, প্রতিটি বুথের জন্য ০৪ জনের একটি টিম গঠন করতে হবে। টিমের সদস্যগণ প্রত্যহ নিয়মিত বাজার চলাকালীন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। আগ্রহী ছাত্র-ছাত্রীরা টিম গঠন করে টিমের সকল সদস্যের নামসহ একটি আবেদন এবং প্রত্যেকের ২ কপি ছবি, শিক্ষা প্রতিষ্ঠানের নামসহ পূর্ণ বায়োডাটা নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ই-মেইলের মাধ্যমে ২০/০৭/১৪ তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।আবেদনপত্র পাঠানোর ঠিকানাডিএমপি মিডিয়া সেন্টার৩৬, মিন্টো রোড, রমনা, ঢাকা। ফোন: ০১৭১১-৬০৫১৪৫, ০১৭১৩-৩৯৮৭৬০, ০১৭১৩-৩৯৮৭৫৮ই-মেইল: dmpmedia@dmp.gov.bd, dmpmediacell@gmail.com

Advertisement