ভ্রমণ

একদিন ছুটি নিলেই পাঁচদিন ছুটি!

১ মে মঙ্গলবার মে দিবস। ২ মে বুধবার শবে বরাত। এই ২ দিন সরকারি ছুটি। ৩ মে বৃহস্পতিবার অফিস খোলা। ৪ মে শুক্রবার এবং ৫ মে শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ ৩ মে বৃহস্পতিবার ছুটি নিলেই পাচ্ছেন ৫ দিনের বন্ধ।

Advertisement

পাঁচদিনের ছুটিতে কি করছেন? গ্রামের বাড়ি যাবেন? নাকি ঘুরতে যাবেন দূরে কোথাও?

আরো পড়ুন - একদিন ছুটি নিলেই ছয়দিন ছুটি! ঘুরতে যাবেন?

ঘুরতে যাওয়ার জন্য যারা টিকিট সংগ্রহ করেছেন এবং হোটেল বুকিং দিয়েছেন তারা তো সুখেই আছেন। সময় যেন কাটছেই না। কখন ঘুরতে যাবেন! তবে যানজট এড়াতে একটু আগেই বের হয়ে যেতে পারেন গন্তব্যে উদ্দেশ্যে।

Advertisement

যারা এখনো টিকিট সংগ্রহ করেননি কিংবা হোটেল বুকিং দেননি তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ কক্সবাজার, সিলেট, বরিশাল থেকে জাগো নিউজের প্রতিনিধিরা জানিয়েছেন অন্য রকম খবর। আগামী সপ্তাহের দীর্ঘ বন্ধের কারণে এরই মধ্যে ওই সকল পর্যটন এলাকার অধিকাংশ হোটেল বুকিং হয়ে গেছে।

শেষ হয়ে গেছে ট্রেনের টিকিটও। তবে এখনো মিলছে বাস, লঞ্চ ও বিমানের টিকিট।

তাই সময়ে থাকতে এখনই পরিকল্পনা করে ফেলুন, পাঁচদিনের ছুটিতে কি করবেন?

তবে ঘুরতে যেতে চাইলে নিচের লেখাগুলো পড়তে পারেন -

Advertisement

✔ কম খরচে মেঘের রাজ্যে

✔ মৌলভীবাজারের স্বপ্নীল জগৎ

✔ ঘুরে আসুন চাঁদপুরের পদ্মার চর

✔ ঘুরে আসুন বঙ্গবন্ধুর সমাধিসৌধ

✔ বিশ্বসেরা ১০ দেশে ভ্রমণের উপযুক্ত সময়

✔ বিদেশ ভ্রমণের আগে-পরে যা করবেন

এএ