রাজনীতি

বিএনপি-জামায়াতের দরকষাকষি শেষ পর্যায়ে

গাজীপুর সিটি কর্পোরেশেন নির্বাচন নিয়ে জোট শরিক জামায়াতের সঙ্গে বিএনপির যে দরকষাকষি চলছিল তা এখন শেষ পর্যায়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০দলীয় জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন।

Advertisement

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, এই সভা থেকেই বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে আলোচনা করে। আলোচনায় গাজীপুরে ছয়টি ওয়ার্ড কাউন্সিলর পদে জোটের মনোনয়ন চায় জামায়াত। আর এর বিনিময়ে মেয়র পদে বিএনপি নেতাকে সমর্থনের কথা জানায় জামায়াত। এছাড়া আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জোটের মনোনয়ন চায় জামায়াত।

বৈঠক শেষে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে জোট সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, ‘এটা বার্গেনিংয়ের বিষয়, বার্গেনিং শেষ পর্যায়ে।’

Advertisement

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, ড.আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল গুলশানে ২০ দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন নজরুল ইসলাম খান। তবে ওই বৈঠকে জামায়াতের কোনো প্রতিনিধি ছিল না। সেই বৈঠকে গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয় এবং চারটি কমিটি গঠন করা হয়, যার দুটি বিএনপির এবং অন্য দুটি ২০ দলের।

কেএইচ/জেডএ

Advertisement